মাদারীপুরের কালকিনিতে এক গৃহবধূকে ঘরের ভেতর আটকে রেখে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলা জুড়ে সমালোচনা চলছে। ভুক্তভোগী বুলু বেগম কালকিনি উপজেলার বাশগাড়ী এলাকার খুনেরচর গ্রামের বাসিন্দা। তিনি বিধবা এবং দুই সন্তানের জননী।আরো পড়ুন:দীঘিনালায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১গাজীপুর ব্যাংক কর্মকর্তা অপহরণ, মুক্তিপণে মুক্তি ভিডিওতে দেখা যায়, মধ্যবয়সী বুলু বেগমকে গত বুধবার মধ্যরাতে একটি টিনেসেড ঘরের মধ্যে আটকে রেখে মারধর করছেন কয়েকজন। এ সময় ওই গৃহবধূ চিৎকার করে বলতে থাকেন, “আমাকে মিথ্যা অপবাদ দেবেন না, আমি বিষ খেয়ে মরে যাব, আমাকে আর মারবেন না।” তখন মারধরকারীদের বলতে শোনা যায়, ‘আমাদের টাকা না দিলে অনেক ক্ষতি করা হবে তোকে।’ এ সময় গৃহবধূকে বারবার রাম দা...