অপহৃত মোকসেদ আলী ইসলামী ব্যাংক শ্রীপুর উপজেলার মাওনা শাখার জেনারেল ব্যাংকিং ইনচার্জ ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি)। তিনি গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার পালের মাঠ এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।আরো পড়ুন:দীঘিনালায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১মাদারীপুরে গৃহবধূকে আটকে রেখে নির্যাতনের ভিডিও ভাইরাল মাদারীপুরে গৃহবধূকে আটকে রেখে নির্যাতনের ভিডিও ভাইরাল মোকসেদ আলী জানান, অফিস শেষে বাসে বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষায় ছিলেন তিনি। দীর্ঘ সময় গাড়ি না পেয়ে তিনি দুইজন অজ্ঞাত যাত্রীর সঙ্গে একটি সাদা প্রাইভেটকারে ওঠেন। কিছু দূর যাওয়ার পর গাড়িতে থাকা যাত্রীরা তার হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এ সময় তাকে মারধর করে বাসার ঠিকানা ও পরিবারের তথ্য নেয় তারা। পরে তার ফোন থেকে স্ত্রীকে কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভয় দেখানো হয় টাকা না...