২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ এএম সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গতবারের মতো এবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। একই দিন আগের ম্যাচে প্রথম সেমি-ফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। বয়সভিত্তিক এই ক্যাটাগরিতে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গত বছর ফাইনালে তাদের কাছে ২-০ গোলে হেরে স্বপ্ন গুঁড়িয়েছিল ছেলেদের। এবার আর স্বপ্ন ভঙ্গের হতাশায় ডুবতে চান না বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। “প্রথমেই আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই; আমাদের যে লক্ষ্য, আমরা সেটার খুব কাছাকাছি চলে এসেছি। ছেলেরা তিনটা ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ও পরিশ্রম করে ফাইনালে উঠেছে। আমরা আমাদের লক্ষ্য থেকে কিছুটা দুরে আছি। দেশবাসীর কাছে...