জানা গেছে, শম্পা একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি ফজিলাতুন্নেছা মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শম্পার চাচা আনিসুর রহমান বলেন, ‘আমার ভাতিজি খুব মেধাবী ছিল। রাত ১০টার দিকে পরিবারের সবার সঙ্গে স্বাভাবিক কথা বলেছিল শম্পা। কিছুক্ষণ পর হঠাৎ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘসময় কোনো সাড়া না পেয়ে স্বজনেরা জানালা দিয়ে তাকিয়ে দেখে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শম্পা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।’ তবে কী কারণে শম্পা আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি আনিসুর রহমান। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউসার জানান, গত রাতে খবর পেয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিলে...