বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, ১৯৯৫ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে দায়িত্ব পালনের পর ২০১০ সাল থেকে সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি। সম্প্রতি তার অবসরে যাওয়ার সময় হয়। এতে প্রিয় শিক্ষকের বিদায় সংবর্ধনার আয়োজন করেন শিক্ষক-শিক্ষিকাসহ সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। বিদায় দিতে শিক্ষককে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন সবাই। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী নাইম রেজা বলেন, তিনি ছিলেন আমাদের আলোর পথপ্রদর্শক ও আদর্শ শিক্ষক। যার সততা, ত্যাগ ও নেতৃত্ব আজীবন প্রেরণা হয়ে থাকবে। বিদায়ী অনুষ্ঠানে একাধিক শিক্ষার্থী জানান, তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। তার দেওয়া পথে আমরা অনেকে প্রতিষ্ঠিত হয়েছি, স্যারের স্মৃতি ভুলে যাওয়ার মত নয়। তিনি আমাদের হৃদয়ের অন্তঃস্থল স্থায়ী...