নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন শাখা শিবিরের সভাপতি মাসুম হাসানকে (১৮) ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ফাহিম শেখ (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা একটার দিকে কুমড়ি তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদরাসা শিবিরের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা শেষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফাহিম লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের মিঠু শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কুমড়ি তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রশিবির। প্রতিযোগিতা চলাকালে অভিযুক্ত ফাহিম শেখ হঠাৎ করে ক্লাসে ঢুকে কিছু প্রতিযোগীকে উত্তর বলে দিচ্ছিলেন। এসময় আয়োজক কর্তৃপক্ষ তাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ফাহিম আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে বাজে ব্যবহার করে বের হয়ে যায়। পরে তিনি ধারালো ছুরি নিয়ে মাসুম হাসানকে আঘাত করেন। প্রতিষ্ঠানটির...