৩৭ বছর বয়সে অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি মিডফিল্ডারসার্জিও বুসকেটস। ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম শেষ হওয়ার পরই বুট জোড়া তুলে রাখবেন তিনি। আবেগঘন এক ভিডিও বার্তায় ভক্ত, সতীর্থ এবং ফুটবলকে ধন্যবাদ জানিয়ে স্প্যানিশ বিশ্বকাপজয়ী এই ফুটবলার বিদায়ের ঘোষণা দেন। “এগুলোই মাঠে আমার শেষ কয়েক মাস। আমি খুব খুশি, গর্বিত, পূর্ণতা পাওয়া এবং সবচেয়ে বড় কথা কৃতজ্ঞ হয়ে অবসর নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ ফুটবলকে, তুমি সবসময় থাকবে এই সুন্দর গল্পের অংশ হয়ে,”— ভিডিও বার্তায় বলেন বুসকেটস। ২০০৮ সালে বার্সেলোনার হয়ে অভিষেকের পর দুই দশকের ক্যারিয়ারে তিনি খেলেছেন ৮০০’র বেশি ক্লাব ম্যাচ এবং ১৫০’র কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ। শিরোপার ঝুলিতে আছে ৩৬টি ট্রফি, যার মধ্যে আছে নয়টি লা লিগা শিরোপা, তিনটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ২০১০ বিশ্বকাপ। পেপ গার্দিওলার...