দীর্ঘ ৭ বছর পর সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভোটকেন্দ্রে টানা ভোটগ্রহণ চলে। পরে রাত সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৪ হাজার ৭৬১ জন ভোটারের মধ্যে ৭৫ শতাংশ ভোট পড়েছে। ২১টি পদে মোট ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদুল দেওয়ান ৬৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার...