ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের দিরাজ মাতব্বরের ডাঙ্গীতে কুমার নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দাদি-নাতি নিহত হয়েছে। এ সময় অপর আরেক নাতি নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার দীরাজ উদ্দিন মাতুব্বরের স্ত্রী কমলা বেগম (৭০), তার ছেলে তোতা মৃধার ছেলে মফিজ (১২), আরেক ছেলে শরিফ উদ্দিন মৃধার ছেলে সোয়াদ (১১)। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে দিরাজ মাতব্বরের ডাঙ্গীর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদীতে দাদি কোমলা বেগম (৭০) দুই নাতি তফিজ ও সোয়াদকে নিয়ে গোসল করতে যান। এ সময় পানিতে ডুবে দাদি কমলা বেগম ও নাতি তফিজের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তাদের লাশ। অপর নাতি সোয়াদকে এখনও খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে...