সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র উলামা পরিষদের চেয়ারম্যান হিসেবে শেখ ড. সালেহ বিন আবদুল্লাহ আল-হুমাইদকে নিয়োগ দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। এর আগে গ্র্যান্ড মুফতি শেখ আবদুলআজিজ বিন আবদুল্লাহ আল-শেখ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করলে তার উত্তরসূরি হন ড. সালেহ বিন হুমাইদ। ড. সালেহ বিন হুমাইদ মুসলিম বিশ্বে অন্যতম শ্রদ্ধেয় আলেম হিসেবে পরিচিত। তিনি চার দশকেরও বেশি সময় ধরে মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতি বছর হজের সময় আরাফার মসজিদে নামিরায় খুতবা দেওয়ার জন্যও তিনি বেশ পরিচিত। পাশাপাশি তিনি ১৯৯৩ সাল থেকে সৌদি আরবের মজলিস আশ-শুরার (পরামর্শ কাউন্সিল) সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এক সময় এ পরিষদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ড. সালেহ বিন হুমাইদ ১৯৪৯ সালে...