ম্যাচের প্রথম বলেই মারুফা আক্তার বোল্ড করে দিলেন সময়ের সেরা ব্যাটারদের একজন লরা ভলভার্টকে। তার পরের ওভারের প্রথম বলে আবার বোল্ড অ্যানেরি ডার্কসন। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে বল নয়, যেন গোল বের হচ্ছিল বাংলাদেশের পেসারের হাত থেকে। কিন্তু সেই আগুন নিভে গেল বৃষ্টিতে। তাতে মারুফার ক্ষতি খুব একটা না হলেও দলের বড় আক্ষেপ রয়েই গেল। উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের ম্যাচ অনুশীলনের বড় ঘাটতি রয়ে গেছে এমনিতেই। গত পাঁচ মাসে কোনো ধরনের ম্যাচ খেলার সুযোগ পায়নি দল। সেই ঘাটতি কিছুটা পুষিয়ে নিতে বিশ্বকাপের দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে তাকিয়ে ছিলেন নিগার সুলতানা, নাহিদা আক্তার, ফারজানা হকরা। কিন্তু প্রথম প্রস্তুতি ম্যাচে খেলা হলো মোটে ৯ ওভার! কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে দক্ষিণ আফ্রিকা ৯ ওভারে ৩ উইকেটে ৪৫ রান তোলার পর বৃষ্টিতে পরিত্যক্ত...