বাংলাদেশ ক্রিকেটের অধারাবাহিক পারফরম্যান্সের আলোচনা উঠলে ঘুরে-ফিরে একটা কথায় গিয়ে থামে। আর তা হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। সেটি অকপটে স্বীকার করে নিয়েছেন লিটন দাসের অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া জাকের আলি অনিক।দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) খেলতে নামার আগে বাংলাদেশ-পাকিস্তান দুই দলের সামনেই ছিল সরল সমীকরণ। জিতলে ফাইনাল, হারলে বাদ। প্রথম ইনিংস শেষে সেই সমীকরণ বাংলাদেশের পক্ষেই ছিল। দারুণ বোলিংয়ে সালমান আলি আগার দলকে মাত্র ১৩৫ রানে আটকে দেয়। কিন্তু সেই লক্ষ্যও তাড়া করতে ব্যর্থ হৃদয়-জাকেররা। স্কোরবোর্ডে ১২৪ রান নিয়ে তারা ছিটকে গেল টুর্নামেন্ট থেকে।ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে নিজেদের হারের নেপথ্য জানিয়ে জাকের বলেন, ‘গত দুই ম্যাচে ব্যাটিং ইউনিটের কারণে আমরা হেরেছি। বিপরীতে বোলিং বিভাগের হিসাবে আমরা ভালো খেলেছি, ছেলেরা অনেক ভালো পারফর্ম করেছে। গতকাল (বুধবার) ব্যাটিং ব্যর্থতার কারণে...