বিশ্ব যুব কর্মসূচি’র চেয়ারপারসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, অন্তঃপ্রজন্মীয় সহযোগিতা নিয়ে এই আলোচনার বিষয়বস্তু এখন সময়ের সবচেয়ে প্রাসঙ্গিক দাবি। তিনি উল্লেখ করেন, গত বছর বাংলাদেশের তরুণরা দেখিয়েছে কীভাবে সাহস ও ঐক্যের মাধ্যমে দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক রূপান্তরের পথ সুগম করা যায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মনে করেন, বেকারত্বই টেকসই উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। তাঁর মতে, বিশ্বজুড়ে উন্নয়নকে এগিয়ে নিতে হলে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে তাদের সম্পৃক্ত করার বিপুল সুযোগ রয়েছে, তবে এ সুযোগ যেন কেবলমাত্র মুনাফার দেয়ালের আড়ালে আটকে না থাকে। গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি আয়োজিত ‘যুবদের জন্য বিশ্ব কর্মসূচি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক ইউনূস বৈঠকে উপস্থিত ‘বিশ্ব যুব...