জিতলেই প্রায় ছয় বছর পর এশিয়া কাপের ফাইনালে উঠবে বাংলাদেশ, এমন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে পারল না টাইগাররা। ১৩৬ রান তাড়া করতে নেমে নিজেদের ব্যাটিং ব্যর্থতায় ১১ রানে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ ম্যাচ হারলেও নিজেদের প্রতিভা দেখিয়ে পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের প্রশংসা কুড়িয়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। গতকাল ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াসিম আকরাম বাংলাদেশকে মিস করার কথাও জানিয়েছেন। গণমাধ্যমকে শুরুতেই তিনি বলেন, ‘প্রথমেই বাংলাদেশের সবাইকে আসসালামু ওয়ালাইকুম। আমি সেখানে (বাংলাদেশে) ১০ বছর ধরে যাই না। বাংলাদেশকে আমি মিস করি, সেখানের মানুষ, খাবার, বন্ধুবান্ধবদের মিস করি। আশা করি দ্রুতই সেখানে যাব।’ এরপর ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ব্যাটিংটাই ভুগিয়েছে তাদের (বাংলাদেশকে)। বোলিংয়ে তো ভালোই করলো। ১৩৫ রানের মধ্যে পাকিস্তানকে আটকে দিয়েছে। প্ল্যান হওয়া দরকার ছিল...