২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ এএম ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রেলওয়ে হরিজন পল্লীর শ্রীশ্রী বারোয়ারী দুর্গা মন্দির কমিটি এবার ২৫ মুখ ও ৫০ হাতের দেবী দুর্গা প্রতিমা তৈরি করছে। দেবীর ২৫ মাথা ৫০ হাত ছাড়াও থাকছে দুটি সিংহ, একটি অসুর ও একটি মহিষাসুর। এর আগে একই রূপে দেবী দুর্গার আরাধনা প্রথম হয়েছিল দক্ষিণ ভারতের তামিলনাড়ুর লম্বোদরপুরে। তবে বাংলাদেশের কোথাও এমন প্রতিমা তৈরি হয়নি বলে দাবি আয়োজকদের। এ প্রতিমা এখানকার সেরা আকর্ষণ ও দেখতে উপচে পড়া ভিড় হবে আশাবাদী আয়োজকরা। হরিজনপল্লীর বারোয়ারী মন্দিরে গিয়ে দেখা গেছে, শেষ সময়ে প্রতিমাকে ফুটিয়ে তুলতে ব্যস্ত মৃৎশিল্পীরা। তবে প্রতিমার পূর্ণাঙ্গ রূপে আনতে আরও দুদিন সময় লাগবে বলে জানান মৃৎশিল্পী উকিল কামার। মৃৎশিল্পী উকিল কামার বলেন, দীর্ঘ ১৮-২০ বছর ধরে...