ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইউরোপ থেকে মানবিক সহায়তা নিয়ে সমুদ্রপথে গাজার উদ্দেশে রওনা দিয়েছে এক বহর নৌযান। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই উদ্যোগের লক্ষ্য হলো ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভেঙে গাজায় খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া। কিন্তু শুরু থেকেই যাত্রাপথ রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে। আয়োজকদের দাবি, গ্রিস উপকূলে তাদের নৌযানগুলোর ওপর ড্রোন হামলা চালানো হয়েছে, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে সমুদ্র। ফ্লোটিলার পক্ষ থেকে বলা হয়েছে, ১০টি জাহাজে মোট ১৩ বার হামলা চালানো হয়। এতে অন্তত তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কাফেলায় যোগ দেওয়া পোল্যান্ডের সংসদ সদস্য ফ্রানেক স্টারচেভস্কও জানিয়েছেন একই তথ্য। আরেক জার্মান মানবাধিকারকর্মীর দাবি, অন্তত পাঁচটি নৌযানকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। তাদের কথায়, ‘ড্রোন থেকে অজ্ঞাত বস্তু নিক্ষেপ করা হয়েছে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, এমনকি উচ্চস্বরে সংগীত বাজিয়ে...