২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ এএম গাজার মানুষের জন্য আন্তর্জাতিক ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা আরও জটিল হয়ে উঠছে। ইসরায়েলি নৌ অবরোধের মধ্যে দিয়ে সরাসরি ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” বহরের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেন ও ইতালি ঘোষণা দিয়েছে তাদের নৌবাহিনীর জাহাজ মোতায়েনের। বহরের ওপর সম্প্রতি ড্রোন হামলার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, গাজার উদ্দেশ্যে যাত্রা করা এই বহরে প্রায় ৫০টি বেসামরিক নৌকা রয়েছে। বহরে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে আইনজীবী, সংসদ সদস্য এবং মানবাধিকার কর্মী। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও বহরে রয়েছেন। বুধবার, গ্রিসের গাভদোস দ্বীপের ৩০ নটিক্যাল মাইল দূরে বহরটির ওপর ড্রোন হামলা চালানো হয়। এই হামলার পর স্পেন ও ইতালি ঘোষণা দিয়েছে বহরের নিরাপত্তায় তাদের...