২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এর পরিচালক জেমস কোমিকে সম্প্রতি দুইটি গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২০ সালের সেপ্টেম্বরে কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে মিথ্যা তথ্য দিয়েছেন এবং বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছেন। এই ঘটনা দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে, কারণ কোমি দীর্ঘদিন ধরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে ছিলেন। ভার্জিনিয়ার ফেডারেল গ্র্যান্ড জুরি কমিকে এই দুটি অভিযোগে অভিযুক্ত করেছে। অভিযোগের ভিত্তি হলো ২০২০ সালের সেপ্টেম্বরে কংগ্রেসে দেওয়া তার সাক্ষ্য। তদন্তে দেখা গেছে, তিনি মিডিয়ার কাছে শ্রেণিবদ্ধ তথ্য প্রকাশ করার অনুমোদন দেওয়া হয়েছে কিনা তা নিয়ে মিথ্যা তথ্য প্রদান করেছেন। মামলার উদ্দেশ্য হলো প্রমাণিত আইন লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা...