২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ এএম গত ১৫ মাস ধরে বেতন না পেয়ে কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৬৩৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) গত বুধবার থেকে আন্দোলন শুরু করেন। আন্দোলনের অংশ হিসেবে ওইদিন সকাল থেকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) এর প্রধান কার্যালয় মহাখালীর বিএমআরসি ভবনে অবস্থান শুরু করেন। এতে বৃহস্পতিবার ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়েন। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামানের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। আন্দোলনে অংশ নেওয়া মো. রাসেল শিকদার বলেন, ‘সমাধান হয়েছে। আগামী রবি-সোমবারের মধ্যে বেতন পাবো- সেরকম আশ্বাস দেওয়া হয়েছে। তবে বকেয়া পুরো বেতনে এখনই পাবো না। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর থেকে...