সাদাপাথর থেকে জাফলং পর্যন্ত ৬টি পর্যটনকেন্দ্রকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার জন্য দীর্ঘ মেয়াদী মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে উন্নীতকরণ, স্থানীয় অর্থনীতির সমৃদ্ধি এবং কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে এ মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পর্যটন মাস্টারপ্ল্যান কমিটির সদস্যরা ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। কমিটির সদস্যরা বলেন, দীর্ঘমেয়াদী ও টেকসই মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার মাধ্যমে সংরক্ষণ করা হবে প্রাকৃতিক সৌন্দর্য, কর্মসংস্থান হবে স্থানীয়দের ও আন্তর্জাতিক পর্যটকরা উন্নত অভিজ্ঞতা নিতে পারবে। পর্যটনের উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করাই এ মহাপরিকল্পনার মূল লক্ষ্য। তারা আরও জানান, মহাপরিকল্পনা অনুসারে পর্যটকদের উন্নত সড়ক যোগাযোগ, আবাসন ব্যবস্থা, স্বাস্থ্য ও নিরাপত্তা সেবা, পরিচ্ছন্নতা এবং তথ্যসেবা কেন্দ্র গড়ে তোলার সুস্পষ্ট রূপরেখা থাকবে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে স্থানীয়...