নামাজ এমন এক ইবাদত যার মাধ্যমে মানুষ খুব সহজে আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন করতে পারে। তবে নামাজ শুধু পড়লেই হবে না বরং নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আদায় করতে হবে। বান্দা যদি প্রকৃতভাবে নামাজ আদায় করে তাহলে সেই বান্দার দ্বারা অশ্লীল ও মন্দ কাজ সংঘটিত হতেই পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের সুরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ‘ওয়ামা খালাক্বতুল জ্বিন্না ওয়াল ইনশা ইল্লা লি ইনশা’। অর্থাৎ, ‘আমি জ্বিন ও ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।’ সাধারণ হোক বা অসাধারণ হোক সব মানুষকে ইবাদত করতে হবে। মানুষ সৃষ্টির সেরা জীব। কুরআনের ভাষায় ‘আশরাফুল মাখলুকাত।’ আল্লাহতায়ালা এই সেরা জীবকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, এ পৃথিবীতে যত প্রকার ইবাদত বা উপাসনার পদ্ধতি রয়েছে...