সাবেক আর্সেনাল ফুটবলার বিলি ভিগার মাত্র ২১ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন। গত শনিবার উইঙ্গেট অ্যান্ড ফিঞ্চলির বিপক্ষে ইস্থমিয়ান লিগের ম্যাচে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ম্যাচ শুরু হওয়ার মাত্র ১৩ মিনিট পরই খেলা বন্ধ হয়ে যায়। চিচেস্টার এক বিবৃতিতে জানায়, ‘গত শনিবার গুরুতর মস্তিষ্কে আঘাত পাওয়ার পর বিলি ভিগার কোমায় চলে গিয়েছিলেন। মঙ্গলবার তার অস্ত্রোপচার করা হয়। এতে সামান্য উন্নতি হলেও শেষ পর্যন্ত আঘাত এতটাই ভয়াবহ ছিল যে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।’ ক্লাবটি আরও জানায়, ‘সোমবারের আপডেটের পর থেকে আমরা দেখেছি, কত মানুষ বিলিকে ভালোবাসতেন। খেলাটির প্রতি তার ভালোবাসা ছিল গভীর। তার পরিবার ভেঙে পড়েছে, কারণ সে নিজের প্রিয় খেলাই খেলার সময় এমনটা ঘটেছে।’ ভিগার আর্সেনালের একাডেমিতে যোগ দেন ২০১৭ সালে। ২০২২ সালে আর্সেনালের সঙ্গে পেশাদার চুক্তি...