লা লিগায় রিয়াল ওভিয়েদোর মাঠ থেকে রোমাঞ্চকর এক জয় নিয়ে ফিরল বার্সেলোনা। ম্যাচটা বিশেষ ছিল অন্য কারণে, সান্তি কাজোরলা ৪০ বছর বয়সে নিজের ক্যারিয়ারে প্রথম বারের মতো ছিলেন কোনো লা লিগা ম্যাচের শুরুর একাদশে। কিন্তু তার ম্যাচটা রাঙানোর ইঙ্গিত দিয়েছিল তার দল। শুরুতে বার্সার জালে বল জড়িয়েছিল। তবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা শেষমেশ জবাবটা দেয় ৩ গোল করে। ফলে ৩-১ গোলের জয় তুলে নেয় বার্সা। ম্যাচের শুরুতে ওভিয়েদো চমকে দিয়েছিল। বার্সেলোনার গোলকিপার হোয়ান গার্সিয়ার ভুলে বল পেয়ে যান আলবের্তো রেইনা। তিনি দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে নেন। এই গোলের পর দর্শকভর্তি কার্লোস টার্তিয়েরে স্টেডিয়ামে যেন উৎসব নেমেছিল। দ্বিতীয়ার্ধে শুরুতে বার্সেলোনা কিছুটা দিশেহারা ছিল। তবে শেষ পর্যন্ত তাদের মানের পার্থক্য পরিষ্কার হয়ে যায়। এরিক গার্সিয়া সমতা ফেরান। এরপর ফ্রেংকি ডি ইয়ংয়ের...