প্রশ্ন : আমি একজন আমদানিকারক। অনেক সময় বিদেশ থেকে পণ্য আমদানি করতে বিলম্ব হলে, দেশি পণ্য বিদেশি পণ্য বলে বিক্রি করে দেই। আর যদি ক্রেতাকে দেশি পণ্য বলি তাহলে তারা তা ক্রয় করে না। এমতাবস্থায় মিথ্যা বলে পণ্য বিক্রি করা কি জায়েজ? উত্তর : মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করা মহাপাপ। মহানবী (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে (দয়ার দৃষ্টিতে) তাকাবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি।’ বর্ণনাকারী বলেন, ‘রাসূল (সা.) ওই বাক্যগুলো তিনবার বললেন।’ আবুযার বললেন, ‘তারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হোক! তারা কারা? হে আল্লাহর রাসূল!’ তিনি বললেন, ‘(লুঙ্গি কাপড়) পায়ের গাঁটের নিচে যে ঝুলিয়ে পরে, দান করে যে লোকের কাছে দানের কথা বলে বেড়ায় এবং মিথ্যা...