মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় রানু বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা রাসেল মাহমুদ সবুজকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঁচ্চর চরকান্দি এলাকা থেকে মাদারীপুর র্যাব-৮ তাকে গ্রেপ্তার করে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার রাসেল ঢাকার শেওড়াপাড়া এলাকার মৃত কাজী কেরামত আলীর ছেলে। তিনি নিহত রানু বেগমের ঘরের একটি কক্ষে ভাড়া থাকতেন। র্যাব জানায়, প্রায় নয় মাস আগে রানু বেগমের বাড়িতে ভাড়া ওঠেন রাসেল। ভাড়াটিয়া হিসেবে থাকার সময় একবার ওই বাড়িতে চুরির ঘটনা ঘটলে রানু বেগম তাকে সন্দেহ করতে শুরু করেন। এ নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এতে ক্ষুব্ধ হয়ে গত ২১ সেপ্টেম্বর রাতে নারীকে হত্যার পরিকল্পনা...