কোকেন পাচারের আন্তর্জাতিক ট্রানজিট রুটে পরিণত হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আমেরিকা থেকে আসা কোকেনের চালান ঢুকছে ইউরোপ-আমেরিকায়।বাংলাদেশকে তৃতীয় দেশ হিসেবে ব্যবহার করে পাচারের সময় গত ১০ বছরে ৫০০ কেজি কোকেন জব্দ করেছে আইন প্রয়োগকারী সংস্থা। এর নেপথ্য হোতা আফ্রিকার বিভিন্ন দেশের ছদ্মবেশী নাগরিক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য। জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কেজি কোকেন জব্দ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চার বিদেশিকে আসামি করে সম্প্রতি আদালতে প্রতিবেদন দাখিল করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই মামলার তদারকি কর্মকর্তা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ন কবির বলেন, ‘বাংলাদেশকে কোকেন পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহার করছে মাদক মাফিয়ারা। বাংলাদেশ হয়েই ইউরোপ-আমেরিকায় ঢুকছে কোকেনের চালান। পাচারের নেপথ্যে রয়েছে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। একেকটি চালানের...