স্বপ্নে দেখা রাজকন্যানির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক আবারও হাজির হচ্ছেন প্রেমের গল্প নিয়ে। সিনেমার নাম ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। ২০২০ সালে করোনা মহামারির সময়ে হয়েছিল স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার শুটিং। এক বছর পর ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। এবার মুক্তির মুখ দেখছে সিনেমাটি। আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা প্রমুখ।উদীয়মান সূর্যপূজা উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত ‘উদীয়মান সূর্য’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আজ। এর শুটিং হয়েছে গাজীপুর, শরীয়তপুর ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায়। প্রধান চরিত্রে অভিনয় করছেন সাদমান সামীর ও কান্তা নুর। সিনেমার অন্যান্য চরিত্রে আছেন সুব্রত, আমিরুল ইসলাম, আবিদ রেহান, গুলশান আরা পপি, শাহেলা, সোহেল রশিদ, শিশির, আসলাম আলি,...