আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৬ রানের কম লক্ষ্য তাড়ায় ব্যর্থতার রেকর্ড আছে দুটি। বাংলাদেশ তেমন লক্ষ্য তাড়ায় পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে। দুবাইয়ে কালকের ম্যাচে ব্যবহৃত পিচ তুলনামূলক স্লো এবং টার্নিং বলা হলেও, বাংলাদেশের কুৎসিত ব্যাটিং প্রদর্শনীর খুব একটা যৌক্তিক ব্যাখ্যা সম্ভবত মিলবে না। কিন্তু অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতির মতো হাস্যকর ও অদ্ভুত অজুহাত দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। প্রথম ইনিংস শেষে সমীকরণ বাংলাদেশের পক্ষেই ছিল। দারুণ বোলিংয়ে সালমান আলি আগার দলকে মাত্র ১৩৫ রানে আটকে দেয় তাসকিন-রিশাদরা। কিন্তু সেই লক্ষ্যও তাড়া করতে ব্যর্থ হৃদয়-জাকের-সোহানদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ। স্কোরবোর্ডে ১২৪ রান নিয়ে ১১ রানে হেরে বাংলাদেশ ছিটকে গেল এশিয়া কাপ থেকে। লক্ষ্য তাড়ায় ম্যাচটিতে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে আউট হয়েছেন, তা যেকোনো ভক্তের চোখেই দৃষ্টিকটু মনে হতে পারে।...