এ বছর স্প্যানিশ ফুটবলার ইয়ামালকে ছাপিয়ে ব্যালন ডি’অর জয় করেছেন পিএসজির ওসমান দেম্বেলে। শুধুমাত্র বয়সের কারণে ইয়ামাল এবারের ব্যালন ডি’অর নিজের করে নিতে পারেনি বলে মনে করেন লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস। খুব তারাতাড়ি এই মর্যাদাপূর্ণ পুরস্কার তার হাতে উঠবে বলে মনে করেন তিনি।গত সোমবার (২২ সেপ্টেম্বর) ঘোষণা করা হয়েছে এবারের ব্যালন ডি’অর। লামিন ইয়ামালকে পেছনে ফেলে এই ব্যক্তিগত অর্জন নিজের করে নেন ওসমান দেম্বেলে। তবে খালি হাতে ফেরেননি ইয়ামাল। অনূর্ধ্ব-২১-এ বিশ্বের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তিনি দ্বিতীয় বারের মতো নিজের করে নিলেন এই পুরস্কার।ব্যালন ডি’অর লামিন এর হাতে না ওঠার কারণে হিসেবে লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস বলেন, তার বয়স যদি ২৩ বছরের বেশি হতো তবে হয়তো বা সে এই পুরস্কার জয় করত। আমি নিশ্চিত, যেহেতু...