বাংলাদেশের কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ সুবিধা স্থাপন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আগে ভুল তথ্যের বিস্তার রোধে নেদারল্যান্ডসের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সংস্থাটির সাধারণ অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে এক বৈঠকে এই সহায়তা চান তিনি। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ ফল ও সবজি উৎপাদনে একটি প্রধান দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু ফসল তোলার মৌসুমে বাজারে পণ্যের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে যায়, ফলে লাখ লাখ ক্ষুদ্র কৃষক ক্ষতির শিকার হন। গ্রামীণ এলাকায় স্বল্পমেয়াদী কোল্ড স্টোরেজের অভাবে তারা ফসল সংরক্ষণ করতে পারেন না। তিনি বলেন, ‘নেদারল্যান্ডস কৃষিতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। আমাদের পণ্য সংরক্ষণে ডাচ প্রযুক্তির প্রয়োজন। আপনারা আমাদের কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করার জন্য গবেষক ও বিজ্ঞানী...