২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ এএম ইসরায়েল ও ফিলিস্তিনকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পশ্চিমা বিশ্ব যেখানে একের পর এক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, সেখানে ইসরায়েলের ডানপন্থি সরকার পশ্চিম তীর দখলের পরিকল্পনা করছে। এই সংবেদনশীল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন—তিনি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না। পাশাপাশি গাজা নিয়ে সমঝোতার সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন। তার এই বক্তব্য এসেছে ঠিক সেই সময়ে, যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা রয়েছে। ট্রাম্প বলেন, পশ্চিম তীর দখল কোনোভাবেই ঘটতে দেওয়া হবে না। মূলত গাজায় যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরের দখলদারিত্ব রোধে...