নজরুল, রবীন্দ্র ও শাস্ত্রীয় সংগীত শেখার পর রক ঘরানায় এলেন কী করে? তানযীর তুহীন :চার বছর বয়স থেকে গান শিখি। প্রথম শিক্ষক মা। এরপর নজরুল পরিষদ, বাফাতে (বুলবুল ললিতকলা একাডেমি) নজরুলসংগীত শিখলাম। এরপর রবীন্দ্রসংগীত ও শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়েছি। ‘নতুন কুঁড়ি’সহ আরও কিছু প্রতিযোগিতাতেও অনেক কিছু শিখেছি। শ্রদ্ধেয় ওস্তাদ আখতার সাদমানি, কিরণচন্দ্র রায়, নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং ওস্তাদ নারায়ণচন্দ্র বসাকের মতো গুণী মানুষেরা আমাকে তালিম দিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পর রক ঘরানার গানের প্রতি টান অনুভব করলাম। বন্ধুরা মিলে ‘শিরোনামহীন’ শুরু করলাম। তবে মঞ্চে না করলেও পারিবারিক আড্ডায়, ঘরোয়া আয়োজনে নজরুলসংগীত করা হয়। মা প্রায়ই শুনতে চাইতেন, মাকে শোনাতাম। প্রথম আলো:বন্ধুদের নিয়ে শিরোনামহীন শুরু করেছিলেন, একসময় ছেড়ে এলেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আছে? বন্ধুদের নিয়ে শিরোনামহীন শুরু করেছিলেন, একসময় ছেড়ে এলেন।...