বিশ্বের বড় বড় শহরে বায়ুদূষণ দিন দিন বাড়ছে। দীর্ঘদিন ধরে ঢাকাও মারাত্মক বায়ুদূষণের শিকার হলেও সাম্প্রতিক সময়ে রাজধানীর বাতাস কিছুটা ভালো অবস্থানে রয়েছে। তবে মাঝেমধ্যেই বায়ুমান অস্বাস্থ্যকর মাত্রায় পৌঁছে যাচ্ছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে সাতটার পর সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান সংস্থা আইকিউএয়ারের পরিমাপ অনুযায়ী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল তেহাত্তর। এই মানকে দূষণের দিক থেকে “মাঝারি” পর্যায়ের বাতাস হিসেবে ধরা হয়। ওই সময়ে ঢাকার অবস্থান ছিল বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বাইশতম। অন্যদিকে একই সময়ে একশো পঞ্চান্ন স্কোর নিয়ে তালিকার প্রথমে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ভারতের রাজধানী দিল্লি একশো বত্রিশ স্কোর নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে, উজবেকিস্তানের তাশখন্দ একশো ত্রিশ স্কোর পেয়ে তৃতীয়, গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা একশো চব্বিশ স্কোরে চতুর্থ এবং ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা একশো ঊনিশ...