২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষকদের ১৬ দফা দাবিকে ঘিরে কয়েকদিন ধরে চলা আন্দোলনের সমাধান মিলেছে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা শহীদ ক্যাপ্টেন শামহুদা (বিমানবন্দর) সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পুলিশ প্রশাসন ও বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছালে বিকেলে আলোচনার মধ্য দিয়ে সঙ্কটের অবসান হয়।বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নূর-ই আলম সিদ্দিকীকে কলেজের সভাপতি এবং শিক্ষক মজিবর রহমান চৌধুরী মুকুলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষকদের ১৬ দফা দাবির মধ্যে অন্যতম ছিল—প্রতিষ্ঠানের অর্থ দিয়ে লায়ন্স ক্লাব পরিচালনা করা যাবে না, সভাপতির পদত্যাগ এবং প্রতিষ্ঠানের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না ইত্যাদি।বৃস্হপতিবার (২৫সেপ্টেম্বর) শিক্ষক আবুল ফয়েজ মো. কেরামত আলী...