রোহিঙ্গা সংকটে বর্তমান মানবিক সহায়তা অপ্রতুল। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে রাজনৈতিক সমাধান প্রয়োজন। এ ছাড়া, আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন মিয়ানমারে প্রত্যাবাসনকে তারা নিরাপদ বলে বিবেচনা করছেন না। জাতিসংঘের ‘রোহিঙ্গা পার্সপেকটিভস অন পাথওয়েজ টু আ সেফ, ডিগনিফায়েড অ্যান্ড পিসফুল ফিউচার’ শীর্ষক একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ পেয়েছে। গত মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে কেন্দ্র করে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের এক সম্মেলনের প্রেক্ষাপটে এটি প্রকাশ করা হয়। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) এ গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করেছে। গবেষণায় কক্সবাজারের আশ্রয়শিবিরে বসবাসকারী ১২৫ জন রোহিঙ্গা নারী ও পুরুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোহিঙ্গারা চায় জাতিসংঘ, আঞ্চলিক প্রভাবশালী দেশগুলো এবং ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর চাপ...