রাশিয়ার পরমাণু শিল্পের ৮০ বছর পূর্তি উপলক্ষে মস্কোতে শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড অ্যাটমিক উইক’। বৈশ্বিক জ্বালানি সংকট এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যৎ শক্তি ব্যবস্থার নিরাপদ ও টেকসই দিক নিয়ে ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই আন্তর্জাতিক আয়োজন। এতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক, নীতিনির্ধারক ও প্রযুক্তিবিদরা।বৃহস্পতিবার সকালে মস্কোর ভিডিএনএইচ পার্কের হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক, রাষ্ট্রপতি দপ্তরের প্রথম উপ-প্রধান এবং রোসাটমের সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান সের্গেই কিরিয়েনকো, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি এবং রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।আয়োজনজুড়ে নিউক্লিয়ার পাওয়ার, নবায়নযোগ্য শক্তি এবং ভবিষ্যতের সম্ভাবনাময় ফিউশন প্রযুক্তি নিয়ে বিভিন্ন সেশন ও আলোচনায় অংশ নিচ্ছেন বিশ্বের শীর্ষ জ্বালানি বিশেষজ্ঞরা। আলোচনায় বক্তারা বলেন, শুধু সৌর বা বায়ুশক্তি নয়—নিরাপদ ও টেকসই জ্বালানি ব্যবস্থায়...