২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম পাবনার ঈশ্বরদীতে সাপের কামড়ে হারান সরদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর রেলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হারান সরদার ওই এলাকার মৃত মোহাম্মদ আলী সরদারের পুত্র। নিহতের স্বজনেরা জানান, রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপ কামড় দেয়। কিছুক্ষণ পরে শরীরে জ্বালা যন্ত্রনায় বেড়ে যাওয়ায় স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায় স্বজনরা। সেখানে সুস্থ না হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চারঘাট নামক স্থানে তিনি মৃত্যুবরণ করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জাতিসংঘে ফিলিস্তিনি প্রেসিডেন্টের অভিযোগ, ইসরায়েল যুদ্ধাপরাধী কমিউনিটি ক্লিনিক: সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি,...