২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ এএম বর্জ্য ঠিকাদাররা একেক বাসা থেকে ১০০ টাকার বেশি বর্জ্য নেওয়ার চার্জ বা বিল নিতে পারবেনা বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়। তিনি জানান, এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি এ সব কথা বলেন। ডিএসসিসির প্রশাসক বলেন, নাগরিকদের সেবা প্রদানে সিটি কর্পোরেশন সর্বদা নিয়োজিত আছে। নাগরিকদের থেকে যে কোনো সেবার বিপরীতে কোনো অসদুপায় অবলম্বন করলে সে যেই হোক তার বিরুদ্ধে সিটি কর্পোরেশনের নিজস্ব আইনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৭৫টি ওয়ার্ডে প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নতুন করে আবেদন...