নারী ও তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হতে পারে না- এই অভিমত তুলে ধরেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও শিক্ষাবিদ প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে ‘অন্তর্ভুক্তিমূলক রাজনীতি: নারী ও তরুণ নেতৃত্বের অভিযাত্রা’ শীর্ষক এক গোলটেবিল সংলাপে তারা এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় এই সংলাপের আয়োজন করা হয়। সংলাপে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, আইনজীবী, তরুণ প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএস-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার। সংলাপে আলোচকরা বলেন, নারী ও তরুণরা জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করলেও তাদের অনেকেই...