বেসরকারি খাতের মাধ্যমে সার আমদানিতে দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দেওয়ায় সরকারের ২৩৩ কোটি ৬১ লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়। এ সাশ্রয় নিয়ে তৃপ্তির ঢেকুর তুললেও অভিযোগ উঠেছে, কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিদ্ধান্তহীনতার কারণে সার আমদানিতে সরকারের প্রায় ২-৩ হাজার কোটি টাকার খরচ বাড়ছে। এ ক্ষতিকে ঢাকতে উল্টো সাশ্রয়ের বিষয়টিকে স্তুতি হিসেবে সামনে আনা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন করেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সিন্ডিকেট ভেঙে দিয়ে ২৩৩ কোটি ৬১ লাখ টাকা সাশ্রয় করা হয়েছে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সার আমদানির সিন্ডিকেট ভেঙে দেওয়ায় সরকারের ২৩৩ কোটি ৬১...