প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় উৎপাদন খরচ কমে এসেছে বলে জানিয়েছে বিদ্যুৎ খাতের বিভিন্ন সূত্র। এতে সরকারের ওপর ভর্তুকির চাপ হ্রাস পাওয়ার পাশাপাশি, গ্রাহকরাও লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিগত অর্থবছরে সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়েছে প্রায় ৬২ হাজার কোটি টাকা। তবে নতুন প্রকল্পগুলোর জন্য আহ্বান করা দরপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, আগের তুলনায় কিলোওয়াট প্রতি সৌরবিদ্যুতের গড় ব্যয় ২১ শতাংশ কমে গেছে। আগে যেখানে এ খরচ ছিল ১০ ডলার ৪৭ সেন্ট, এখন তা নেমে এসেছে ৮ ডলার ২৭ সেন্টে। এ পরিবর্তনের পেছনে অন্যতম কারণ হিসেবে সংশ্লিষ্টরা দেখছেন, বিগত সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ আইনের অধীনে এলওআই (লেটার অব ইনটেন্ট) ইস্যুর মাধ্যমে সৌর প্রকল্প বরাদ্দ দেওয়ার প্রবণতা। অনেক ক্ষেত্রে দরপত্র আহ্বান ছাড়াই...