ইসলাম এমন এক জীবনব্যবস্থা, যার অন্যতম ভিত্তিই হচ্ছে ইনসাফ ও ন্যায়বিচার। মহান আল্লাহ পবিত্র কোরআনে মানুষের সমাজের যে চিত্র এঁকেছেন, সেখানে দেখা যায়, ন্যায়বিচার শুধু মানুষ নয়, প্রত্যেকটি প্রাণীও এর অধিকার রাখে। মানুষ যদি ইনসাফ ও ন্যায়বোধ হারিয়ে ফেলে তাহলে মানুষের সমাজ পরিণত হয় পশুর সমাজে। সমাজ থেকে হারিয়ে যায় মনুষ্যত্ব, শান্তি, নিরাপত্তা ও মানবিকতা। তাই ইসলামী শাসনব্যবস্থায় ন্যায়বিচার এমন এক মূলনীতি, যা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সমাজের ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য। পৃথিবীতে আল্লাহ প্রদত্ত সেই ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে এর উত্তম আদর্শ দেখিয়ে গিয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)। জীবনের পরতে পরতে ইসলামের প্রতিটি বিধান তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন। মহানবী (সা.) কোরআনের সেই নির্দেশ ‘তোমরা যখন মানুষের মধ্যে বিচারকার্য পরিচালনা করবে, তখন...