পাকিস্তানের ব্যাটার সাইম আইয়ুব ব্যাট হাতে এশিয়া কাপে এক অদ্ভুত রেকর্ড গড়লেন। বাংলাদেশের বিপক্ষে তার দল জিতলেও তিনি ম্যাচের শুরুতেই আউট হন শূন্য রানে। তাতেই লজ্জার রেকর্ডটা গড়ে ফেলেন। তাতে তিনি এই রেকর্ড থেকে মুক্তি দেন মাশরাফি বিন মুর্তজা ও তানজিদ হাসান তামিমকে। বৃহস্পতিবার রাতে মেহেদী হাসানের বলে মিড অনের মাথার ওপর দিয়ে শট খেলতে গিয়ে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন সাইম। আউট হন ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই। এবারের এশিয়া কাপে এ নিয়ে চতুর্থবার শূন্য রানে আউট হলেন সাইম। আর এ দিয়েই তিনি ছাড়িয়ে গেলেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। ২০১৬ সালের এশিয়া কাপে মাশরাফি, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে তানজিদ, ২০০৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও ২০২২ বিশ্বকাপে জিম্বাবুয়ের রেজিস চাকাভা—এরা সবাই...