বাংলাদেশ ক্রিকেটের অধারাবাহিক পারফরম্যান্সের আলোচনা উঠলে ঘুরে-ফিরে একটা কথায় গিয়ে থামে। আর তা হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। আরও একবার চরম বিপর্যস্ত ও কুৎসিত ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সেটি অকপটে স্বীকার করে নিয়েছেন লিটন দাসের অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া জাকের আলি অনিক। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল (বৃহস্পতিবার) খেলতে নামার আগে বাংলাদেশ-পাকিস্তান দুই দলের সামনেই ছিল সরল সমীকরণ। জিতলে ফাইনাল, হারলে বাদ। প্রথম ইনিংস শেষে সেই সমীকরণ বাংলাদেশের পক্ষেই ছিল। দারুণ বোলিংয়ে সালমান আলি আগার দলকে মাত্র ১৩৫ রানে আটকে দেয়। কিন্তু সেই লক্ষ্যও তাড়া করতে ব্যর্থ হৃদয়-জাকেররা। স্কোরবোর্ডে ১২৪ রান নিয়ে তারা ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে নিজেদের হারের নেপথ্য জানিয়ে জাকের বলেন, ‘গত দুই ম্যাচে ব্যাটিং ইউনিটের কারণে আমরা হেরেছি। বিপরীতে...