২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম গাজা যুদ্ধ থামানো এবং জিম্মি সংকটের সমাধান নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বেড়ে চলেছে। ইসরায়েলের হামলায় প্রতিদিনই নিহতের সংখ্যা বাড়ছে, অন্যদিকে আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন—গাজায় তারা ‘কিছু একটা চুক্তির দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছেন। তার ভাষায়, হয়তো শিগগিরই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে। বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প আটটি মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, গাজায় সমঝোতার বিষয়ে অগ্রগতি হয়েছে এবং তারা একটি চুক্তির কাছাকাছি রয়েছেন। পরের দিন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তিনি। সেখানেও সাংবাদিকদের সামনে গাজা ইস্যুতে আশাবাদী মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প সাংবাদিকদের বলেন, “বুধবারের বৈঠকে...