২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও ব্যাপক বায়ুদূষণের কবলে। তবে সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে। যদিও মাঝে মাঝে শহরটির বাতাস অস্বাস্থ্যকর হয়ে উঠে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২২তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এই স্কোর দূষণের দিক থেকে মাঝারি হিসেবে গণ্য করা হয়। এদিকে, একই সময়ে ১৫৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এছাড়া ১৩২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৩০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, ১২৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে...