জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আব্বাস বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। এর ফলে ইসরায়েলে হামাসের হামলার দায় ফিলিস্তিন সরকারের নয় বলে দাবি তাঁর। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে। আব্বাস জোর দিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র নির্মাণ প্রক্রিয়ায় হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না। এছাড়া রাষ্ট্র নির্মাণ প্রক্রিয়ার অংশ হিসেবে হামাস ও অন্যান্য গোষ্ঠীকে অস্ত্র হস্তান্তর করতে হবে বলেও জানান তিনি। পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্তের কার্যক্রম দ্বি রাষ্ট্র সমাধানের পরিপন্থী বলে দাবি করেন আব্বাস। এ ছাড়া ভাষণে তিনি...