২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন। প্রশাসকের ভাষ্য অনুযায়ী, নাগরিক সেবা প্রদানে সিটি করপোরেশন সর্বদা কাজ করছে এবং সেবার বিনিময়ে কেউ অনৈতিকভাবে অতিরিক্ত অর্থ আদায় করলে সিটি করপোরেশনের নিজস্ব আইনে শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি জানান, বর্তমানে ডিএসসিসির আওতাধীন পঁচাত্তরটি ওয়ার্ডে প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করা হয়েছে। যাচাই শেষে শিগগিরই নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। বিদ্যমান ঠিকাদারদের মেয়াদ আর দুই মাসের মধ্যে শেষ হবে। নতুন নিবন্ধন কার্যক্রম শুরু হলেও মানবিক কারণে নতুন ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত পুরোনো প্রতিষ্ঠানগুলো কাজ চালিয়ে যেতে পারবে। তবে কেউ বেশি চার্জ নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, দক্ষিণ সিটির সব ওয়ার্ডে একই হারে...