এশিয়া কাপের ফাইনালে উঠতে বাংলাদেশের দরকার ছিল ১৩৬ রান। টি-টোয়েন্টি বিবেচনায় লক্ষ্যটা মোটেও আহামরি নয়। কিন্তু সে সমীকরণ মেলাতে গিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের অবস্থা হয়ে গেল লেজেগোবরে। সিঙ্গেল-ডাবলসে রয়ে-সয়ে খেললে যে ম্যাচটা বের হতে পারত অনায়াসে, সেখানে জাকের আলী অনিক-তাওহিদ হৃদয়-শেখ মেহেদীদের পেয়ে বসল বড় শট খেলার নেশা। আর ছক্কা মারার নেশায় একের পর এক উইকেট বিলিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ আটকে গেছে ৯ উইকেটে ১২৪ রানে। তাতে ১১ রানের জয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। আগামী রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হবেন সালমান আলী আঘারা। এশিয়া কাপে গত ৪১ বছরে এই প্রথম শিরোপা নির্ধারণীতে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। গতকাল বাংলাদেশি ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন দেখে ধারাভাষ্য কক্ষ থেকে অনেকটা বিস্ময় নিয়ে সুনীল গাভাস্কার মন্তব্য করেছিলেন, ‘সবাই হিরো হতে চাচ্ছে কেন?’। প্রায় একই...