ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না বলে কড়া অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গাজা নিয়ে সমঝোতা খুব শিগগিরই হতে পারে বলে আশাবাদও ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণের ঠিক একদিন আগে গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না... এটা কোনোভাবেই ঘটবে না।’ তিনি আরও জানান, গাজা নিয়ে সমঝোতা ‘প্রায় কাছাকাছি’ পৌঁছে গেছে। আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। এর আগে তিনি মধ্যপ্রাচ্যের একাধিক নেতার সঙ্গেও আলোচনায় বসেছেন। ট্রাম্প বলেন, ‘আমরা গাজা নিয়ে সমঝোতার খুব কাছাকাছি চলে এসেছি, হয়তো শান্তিও হতে পারে। গাজায় যুদ্ধ ও...